ইসরায়েলের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করার দাবি
এইচ. এম জোবায়ের হোসাইন:
ফিলিস্তিনের নিরিহ জনতার ওপর নির্বিচারে হামলা ও গণহত্যার ঘটনায় ইসরায়েলের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে ময়মনসিংহের স্বেচ্ছাসেবীরা। শুক্রবার (২১ মে) বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চের সামনে আয়োজিত এক প্রতিবাদী অবস্থানে এ দাবি জানানো হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। হেল্পপ্লাস ফাউন্ডেশন ময়মনসিংহ, স্টেজ ফর ইয়ুথ ময়মনসিংহ, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি, ডিভিশনাল ব্লাড কল্যাণ সোসাইটি, রক্তদানে আমরা ময়মনসিংহ, ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি, এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রসহ বেশ কিছু স্বেচ্ছাসেবামূলক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। এসময় হেল্পপ্লাস ফাউন্ডেশনের উপদেষ্টা আলী ইউসুফ বলেন, 'ইতিমধ্যে আমরা জেনেছি যুদ্ধ বিরতির কথা বলা হচ্ছে। কিন্তু এখানে আসলে যুদ্ধেরও কোনো বিষয় নয়, বিরতিরও কোন প্রসঙ্গ আসে না। কেননা এটি ইসরায়েল ফিলিস্তিনে একতরফা বর্বর হামলা চালিয়ে শান্তিপ্রিয় স্বাধীন দেশের শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করেছে । এর দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি।' ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রক্সি বলেন, 'এ গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশ যখন ফিলিস্তিনি জনগণের পক্ষে সোচ্চার হচ্ছেন এবং ফিলিস্তিনের মানুষ ফুঁসে উঠছে তখনই আন্তর্জাতিক মহলের একটি চক্রান্ত হিসেবে একটি যুদ্ধ বিরতির কথা বলে ইজরায়েলের আগ্রাসনকে থামিয়ে দিচ্ছে। এমনটা বহুবার ঘটেছে।' স্টেজ ফর ইয়ুথ ময়মনসিংহের সভাপতি সাফরান আহমেদ বলেন, 'ফিলিস্তিনের ওপর যেভাবে বর্বরোচিত হামলা করা হয়েছে এটি মানবতার রিরুদ্ধে হামলা। কিন্তু দুঃখের বিষয়, জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে কথা না বরং তাদেরই সমর্থন দিয়েছে। এটি মানবতার জন্য বড় হুমকি। এই ইস্যুতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। তাহলেই কেবল ইসরায়েলের আগ্রাসন থাকবে।'