শিরোনাম

South east bank ad

গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫০৪

 প্রকাশ: ২১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

করোনায় মৃত্যু কমলেও বাড়ছে সংক্রণের হার। বৃহস্পতিবার সংক্রমণের হার ছিল ৭ দশমিক ৫০, আজ তা বেড়ে ৮ দশমিক ২২ হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৩১০ জনের। একই সময় দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন এক হাজার ৫০৪ জন।

এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে। শুক্রবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন এক হাজার ৫২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন। ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের মধ্যে ২৩ জন সরকারি, ৩ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের একজন ও ২১ থেকে ৩১ বছরের মধ্যে একজন মারা গেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: