শিরোনাম

South east bank ad

অপরাধ নিয়ন্ত্রনে বিশেষ অবদান রাখায় শরণখোলা রেঞ্জ কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান

 প্রকাশ: ২০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম( বাগেরহাট):

পূর্ব সুন্দরবনে অপরাধ নিয়ন্ত্রনে বিশেষ অবদান রাখায় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে চাদপাই রেঞ্জ কার্যালয় চত্বরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন্নাহার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ স্মারক ও সনদ প্রদান করেন।

এসময় একই রেঞ্জের বগী ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মুহঃ সাদিক মাহমুদ ও কটকার বন প্রহরী তোফাজ্জেল হোসেনকে একইভাবে স্মারক ও সনদ প্রদান করা হয়।

সম্মাননা স্মারক ও সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মোঃ মঈনুদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ এনামুল হক ও শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন। বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে এই প্রথম কর্মকর্তা- কর্মচারীদের বিশেষ অবদানের জন্য তাদের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও নদন প্রদান করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: