ওসি মাইন উদ্দিনের সহয়তায় শিশুটি ফিরে পেল পরিবার
এইচ. এম জোবায়ের হোসাইন:
ছেলেটি কাঁদছিল বাজারে, বলতে পারছিলা না পরিবারের পুরো ঠিকানা, তাই স্থানীয়রা তাকে নিয়ে আসে ত্রিশাল থানায়। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ত্রিশাল থানার সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে ওই শিশুটির পরিচয় সন্ধানে একটি পোষ্ট করেন। থানা পুলিশের এ পোষ্টের প্রায় ৫ ঘন্টা পর ছেলেটির পরিবারের নজরে আসে।
বলছিলাম ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা বাজার থেকে কান্নারত পাওয়া এক শিশুর কথা। সে তাহার নাম জোনাইদ বলে জানায়। ঠিকানা ও পরিচয় বলতে পারছিল না।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই শিশুটির পরিবারের নজরে আসে। স্থানীয়দেও সহয়তায় পরে শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।