সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তির দাবিতে মাদারীপুরে প্রতিবাদ সভা
এস এম আরাফাত হাসান (মাদারীপুর):
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়েছে মাদারীপুরের সাংবাদিকরা। বুধবার দুপুর ১২টায় মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার আয়োজিত সভায় সাংবাদিকরা এ প্রতিবাদ জানান।
এ সময় বক্তরা বলেন, সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে তার বিরুদ্ধে মিথ্যে অপবাদে মামলা এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা গোটা দেশের মানুষের কাছে আজ লজ্জার। সবাই স্বাস্থ্য বিভাগকে ধিক্কার জানাচ্ছে। সরকারের কাছে দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের আওতায় আনতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। কোন ভাবেই এই নেক্কারজনক ঘটনা কোন সরকারি আমলাকে ছাড় দেওয়া যাবে না। বক্তারা আরো বলেন যতদিন পর্যন্ত সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মক্তি না দেওয়া হবে এবং অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান না করা হবে ততদিন পর্যন্ত মাদারীপুরের সাংবাদিকদের এই আন্দোলনের ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, সাধারন সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, প্রথমআলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি অজয় কুন্ডু কার্যকরী সদস্য শাহাদাৎ হোসেন জুয়েল, এহ্সান আজগর, মাহমুদুর রহমান জামাল এশিয়া টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ হোসেন প্রমুখ।