শিরোনাম

South east bank ad

মে থেকে জুন এই সময়টা ঝড়-বজ্রপাতের

 প্রকাশ: ১৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমরা জানি, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাত বেশি হয়। প্রতিবছরই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে আমাদের দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়।

এ বছর বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বর্জপাতও হচ্ছে। কীভাবে সতর্ক থাকলে এমন সময় নিজেদের নিরাপদে রাখতে পারি এটা জেনে রাখা খুব জরুরি।
ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে-

নিরাপদ আশ্রয়ে যেতে হবে

বজ্রপাত আশপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে। তাই সঙ্গে ধাতব বস্তু (আংটি, চাবি, কাস্তে, কোদাল, মোবাইল) রাখবেন না

বাড়িতে থাকলেও করলে জানালার গ্রিল, থেকে দূরে থাকতে হবে

বিদ্যুতের সব সুইচ বন্ধ রাখুন। এসময়ে কোনো কিছু চার্জ দেবেন না। আর চার্জ দেওয়া অবস্থায় কখনোই মোবাইল ফোনে কথা বলবেন না

বাইরে থাকলে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে।

টিভি-ফ্রিজ থেকে সাবধান বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না।

রাস্তায় হাঁটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আর কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার সম্ভাবনাও থেকে যায়।

চার পাশে খেয়াল রাখুন বজ্রপাতের সময় রাস্তায় চলাচলের সময় আশেপাশে খেয়াল রাখুন। যেদিকে বাজ পড়ার প্রবণতা বেশি সেই দিক বর্জন করুন।

বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে নিরাপদ স্থানে থাকুন।

কেউ যদি আহত হয়, দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। করোনার এই মহামারির সময়ে বাইরে না গিয়ে যতটা সম্ভব ঘরেই থাকুন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: