শিরোনাম

South east bank ad

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

 প্রকাশ: ১৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি):

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে সুজন, রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো বন্ধুসভা, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, মানব কল্যাণ সোসাইটি, ৭১ এর চেতনা, প্রতিবাদী নাগরিক মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রণকারীরা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, সুশাসনের জন্য নাগরিক সুজনের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন তালুকদার, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আনিসুর রহমান পলাশ, সুজন শহর শাখার যুগ্ম সম্পাদক এ্যাড. মুশফিকুর রহমান বাবু, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, প্রথম আলো প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ, ৭১ এর চেতনার সভাপতি গোপাল দে, প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা , ইংয়াং বাংলা ছাত্র ফ্রন্টের আহবায়ক আসিফ আল ইমরান , দৃক নিউজ প্রতিনিধি সৈয়দ মাহফুজা মিষ্টি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: