শিরোনাম

South east bank ad

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের নিন্দা জানিয়েছে সিএমএফ

 প্রকাশ: ১৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে শারিরীকভাবে হেনস্তার পর সাজানো মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 'ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)'।

১৮ মে এক যৌথ বিবৃতিতে কাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম’র সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক তানভীর আঞ্জুম আরিফ জানান- এই ঘটনায় আমরা উদ্বিগ্ন, হতবাক, ক্ষুব্ধ ও বিস্মিত।

সিএমএফ'র পক্ষ থেকে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা এভাবে বারবার আক্রমণের স্বীকার হলে স্বাধীন দেশের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে। এই নিন্দনীয় ঘটনা অনুসন্ধানী সাংবাদিকতাকে রুদ্ধ করে রাখার অপপ্রয়াস।

সিএমএফ নেতৃবৃন্দ বলেন, এখনই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে কাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।

রাষ্ট্রীয় আমলাদের এমন সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিএমএফ সভাপতি ও সেক্রেটারি বলেন, আমরা কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সঠিক তদন্ত ও উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি এবং সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: