পটুয়াখালীতে চুরির অপবাদে যুবককে হত্যা
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর-কাজল ইউনিয়নের উত্তর চর-কাজল গ্রামে গরু চুরির অপবাদ দিয়ে আল আমিন নামের এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার (১৮ মে) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও অত্র ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ।
স্থানীয়রা জানায়, উত্তর চর-কাজল গ্রামের অলিল সরদারের সাথে একই এলাকার মিজান হাওলাদারের পূর্বে মামলা সংক্রান্ত বিরোধ চলছিলো। তারই রেশে সুপরিকল্পিতভাবে গত ১২ মে বুধবার দিবাগত রাতে আল আমিনকে নিয়ে মটর বাইকে মিজান হাওলাদার বিভিন্ন স্থানে যায়। পরে রাতের আধারে চরকাজল গ্যাস ফিল্ড এলাকায় পৌছলে অভিযুক্ত মিজান তার লোকজন নিয়ে আল আমিনকে বেধরক পিটিয়ে ও দুই চোখ এসিড দিয়ে ঝলসিয়ে নির্যাতন করে। পরবর্তীতে ঐ রাতে এলকাবাসী ঘটনাস্থলে আল আমিনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহতের বাবা অলিল সরদার মিজান হাওলাদারসহ অজ্ঞাত ১১ জনকে আসামী করে গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন।
গলাচিপা থানা থেকে জানা যায়, ইতিমধ্য দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মুল আসামীসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।