শিরোনাম

South east bank ad

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট সমাপ্ত

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

বাংলাদেশ দাবা ফেডারেশন এর ব্যবস্থাপনায় গত ২৪-২৬ সেপ্টেম্বর ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট- ২০২০’ অনুষ্ঠিত হয়। এতে নৌবাহিনীর দাবারু দল বাংলাদেশ ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য়, ৮ম, ১১তম এবং ১৯তম স্থানসহ মোট ছয়টি পুরষ্কার পাওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনীর সুব্রত বিশ্বাস ১ম স্থান, জাবেদ এলএসএ ২য় স্থান ও আবু সুফিয়ান ৩য় স্থান অর্জন করে।

প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আজ রবিবার (২৭-০৯-২০২০) হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে ৪৯ জন বাংলাদেশীসহ মোট ৭৪ জন দাবারু অংশগ্রহণ করেন। এদের মধ্যে বাংলাদেশের পক্ষে নৌবাহিনীর ১২ জন খেলোয়াড় অংশ নেন।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: