শিরোনাম

South east bank ad

এমকা কর্তৃক কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ৫টি হাই ফ্লো নেজাল ক্যাননুলা হস্তান্তর

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

এক্স মেডিক্যাল ক্যাডেট এসোসিয়েশন (এমকা) সম্প্রতি কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ৫টি হাই ফ্লো নেজাল ক্যাননুলা (HFNC - High Flow Nasal Cannula) হস্তান্তর করেন । প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের এই ৫টি HFNC Unit বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালটির জরুরী সেবা দানের সক্ষমতা আরো বৃদ্ধি করবে। কারন এর সাহায্যে যেসব রোগীকে ICU তে নওেয়ার প্রয়োজন নইে তবে অবস্থা খুব গুরতর তাদেরকে বাঁচানোর সম্ভবনা বাড়বে। হস্তান্তর অনুষ্ঠানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর কমান্ড্যান্ট একে এম মুসা খান এমএস, এফসিপিএস, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ, এমকার প্রেসিডেন্ট ডাঃ মাহবুব আলম, এমকার জিএস ডাঃ আরমান জাহিদ উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে এমকার সমন্বয়কারী অফিসার মেজর ডাঃ অমিও রুশদী সাইফ, মেজর ডাঃ সাচ্চা রাহনামা, ডাঃ সানিম ইয়াছারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: