শিরোনাম

South east bank ad

নাটোরে গর্ভবতী মায়েদের সেবায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

 প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দুই শতাধিক অসহায় গর্ভবতী মায়েদের মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার সকাল সাড়ে দশটায় নাটোর টেক্সটাইল ইন্সটিটিউটে ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোস্তফা আরিফ উর রহমান খান। সামাজিক দূরত্ব বজায় রেখে দুইজন মেডিকেল অফিসারকে সাথে নিয়ে কাদিরাবাদ সেনানিবাসের সিএমএইচের গাইনী বিশেষজ্ঞ মেজর উম্মে শাকিলা খান রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। তাদেরকে সহযোগিতা করেন ৭ জন মেডিকেল এসিস্ট্যান্ট। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে এবং ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স পরিচালিত মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোছাঃ তাহমিনা আক্তার, ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের মেজর কামরুল ইসলাম এবং ২১ ফিল্ড এ্যাম্বুলেন্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নওশীন সালসাবিল শামিরা।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: