পূর্ব রাজাবাজার এলাকা পরীক্ষামূলক লকডাউন নিশ্চিতকল্পে সেনাবাহিনীর টহল বৃদ্ধি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকা বুধবার থেকে পরীক্ষামূলক ভাবে সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই লকডাউন প্রকল্প নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্যরাও উক্ত এলাকায় মাঠ পর্যায়ে কাজ করবে। এজন্য উক্ত এলাকায় সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। সেনা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় করে লকডাউন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ সমূহ গ্রহণ করবে।