কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ০১/২০২১নং সভা আজ শনিবার (১৬-০১-২০২১) তারিখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি জেনারেল আজিজ আহমেদ, এসবিপি(বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। সভায় বিস্তারিত আলোচনায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী কে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আগামী ১-১০ এপ্রিল ২০২১ইং তারিখ পর্যন্ত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত গেমসে খেলোয়াড়, টীম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক ৮,৫০০ জন অংশগ্রহণ করবেন।
আগামী ১০-১৯ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ পর্যন্ত তুরস্কের কেনিয়া শহরে অনুষ্ঠিতব্য ৫ম ইসলামিক সলিডারিটি গেমস- এ এ্যাথলেটিকস্, আরচ্যারী, বাস্কেটবল ৩ x ৩, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, কারাতে, সুইমিং, তায়কোয়ানডো, ভারোত্তোলন, ভলিবল ও কুস্তি ডিসিপ্লিনে বাংলাদেশ দলের অংশগ্রহনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, আগামী ১০-২২ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ পর্যন্ত চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে সুইমিং, আরচ্যারী, এ্যাথলেটিকস্, বাস্কেটবল ৩ x ৩, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিক্স, হকি, কাবাডি, কারাতে, ব্রীজ, রোলার স্কেটিং, শ্যূটিং, তায়কোয়ানডো ও ভারোত্তোলন ডিসিপ্লিনে বাংলাদেশ দলের অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।