শিরোনাম

South east bank ad

করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

 প্রকাশ: ২১ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। আজ রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান। তিনি বলেন, তাঁর শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে জানানো হলে তিনি তাঁকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তাঁর চিকিৎসা করা হবে। তিনি আরও বলেন, জুন মাসের ১২ তারিখ থেকে করোনা ভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: