দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পাঁচ অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে
স্টাফ রির্পোটার :
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শিবগঞ্জ, বগুড়া-এর বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামাে রক্ষণাবেক্ষণ (কাবিটা ও টিআর) প্রকল্পের উন্নয়নখাতে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বগুড়া হতে একটি অভিযান পরিচালনা করেছে। এনফোর্সমেন্ট টিম দৈবচয়নের ভিত্তিতে কিছু প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে এবং কাজ যথাযথ হয়েছে কি-না তা পরীক্ষা করে। দৃশ্যমান প্রকল্প সম্পর্কিত কার্যক্রম ও তার বাস্তবায়ন নিরূপণের জন্য সংশ্লিষ্ট সুবিধাভোগীদের সাথে কথা বলেছে এনফর্সমেন্ট টিম। দুদক টিম উক্ত অভিযানে সংগৃহীত রেকর্ড পত্র ও তথ্য পর্যালোচনা পূর্বক বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।