প্রস্তাবিত বাজেটে দুদকের জন্য বরাদ্দ ১৫৯ কোটি টাকা
২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরাদ্দ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শিরোনামে খসড়া বাজেট ঘোষণায় তিনি এ তথ্য জানান।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুদকের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫৯ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ ছিল ১৫০ কোটি টাকা। সংশোধিত বাজেটে সেটা ১২১ কোটি টাকা করা হয়। সে হিসেবে প্রস্তাবিত বাজেট অনুসারে ৩৮ কোটি টাকা বেড়েছে।