শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাস্ক বিতরণ

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাস্ক বিতরণ


মেহের মামুন (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনার দ্বিতীয় ঢেউ মোবাবেলায় তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ এ কাযর্ক্রমের আয়োজন করে।
সোমবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় মহারাজপুুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করে এই কর্মসূচীর উদ্বোধন করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া। এরপর তিনি মহারাজপুর বাজারের বিভিন্ন স্থান ঘুরে মাস্ক বিতরণ করেন। পরে মহারাজপুর ইউনিয়নের ৯ওয়ার্ডের ইউপি সদস্যদের হাতে মাস্ক তুলে দেন। ইউপি সদস্যরা তাদের নির্বাচিত ওয়ার্ড এলাকায় এসব মাস্ক বিতরণ করবেন।
এসময় মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে মাস্ক বিতরণ করা হবে। ইউপি সদস্য দ্বারা এ মাস্ক বিতরণ করা হবে। মাস্ক পরতে হবে, এটির কোন বিকল্প নেই। এসব মাস্ক উপজেলা নির্বাহী অফিসার দিয়েছেন ১ হাজার বাকী দুই হাজার ইউনিয়ন পরিষদ তহবিল থেকে বিতরণ করা হয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: