শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে ছেলের হাতের কাঁচের আঘাতে প্রাণ গেল বাবার

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ময়মনসিংহে ছেলের হাতের কাঁচের আঘাতে প্রাণ গেল বাবার

রাসেল আহমেদ (ময়মনসিংহ সদর): ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর জামে মসজিদের পিছনে নিহত দুলু মিয়া( ৪৫) স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন।পেশায় তিনি একজন ভাঙ্গারীর ব্যবসায়ী। প্রতিদিনের মতো রাতে কাজ শেষ করে বাসায় ফিরে দুলু মিয়ার নেশার টাকার জন্য তার স্ত্রীকে মারধর করতে থাকে। এ সময় ছেলে জয়( ২০) ফেরাতে আসলে তাকেও মারতে থাকে। এমতাবস্থায় ছেলের হাতের কাছে থাকা কাঁচ দিয়ে বাবার শরীরে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ এপ্রিল) দ্বিবাগত মধ্য রাতে নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদের পিছনে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরুজ তালুকদার বলেন, মরদেহ ময়নাতদন্ত করার জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ছেলে জয়কে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: