শিরোনাম

South east bank ad

সব সিমের পুনঃনিবন্ধন করতে হবে না

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

সব সিমের পুনঃনিবন্ধন করতে হবে না
সঠিকভাবে নিবন্ধন করা মোবাইল ফোন গ্রাহককে পুনরায় সিম নিবন্ধন করতে হবে না বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
 
সোমবার বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
 
সুনীল কান্তি বোস জানান, বর্তমানে ১৩ কোটি সিমের পুনঃনিবন্ধন করতে হবে না। গত তিন মাস ধরে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া চলছে।
 
সুনীল কান্তি বলেন, রবিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। সেখানে আমিও উপস্থিত ছিলাম। বৈঠকে বলা হয়েছে অনিবন্ধিত সিম নিবন্ধন করতে হবে। ১৩ কোটি সিমের মধ্যে সবই ভুয়া সিম বলে আমি মনে করি না।
 
বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই নাগাদ বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ।
 
অনিবন্ধিত মোবাইল সিম অপরাধীদের ব্যবহারের প্রেক্ষাপটে তা বন্ধের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। অনিবন্ধিত সিম ধরতে অভিযানেও নেমেছেন নতুন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম।
 
বিটিআরসি প্রধান বলেন, “সিম রিটেইলার ও ডিস্ট্রিবিউটররা রেজিস্টেশন ছাড়াই বা প্রকৃত ব্যবহারকারী নয় এমন গ্রাহকের নামে সিম বিক্রি করে থাকে। গ্রাহকদের বলা হচ্ছে এসব সিম পুনরায় নিবন্ধন করে নিন, নাহলে যাচাই করার সময় সেসব সিম বন্ধ করে দেওয়া হবে।”
 
“এটি আগের নির্দেশনার ধারাবাহিকতা। যাদের সঠিকভাবে নিবন্ধিত রয়েছে, তাদের পুনরায় নিবন্ধনের প্রয়োজন নেই।”
 
জাতীয় পরিচয়পত্রের (এআইডি) সার্ভারে অপারেটরদের প্রবেশের সুযোগ না থাকায় তারা সঠিকভাবে নিবন্ধন করতে পারছে না বলে জানিয়েছে।
 
কবে নাগাদ নিবন্ধনহীন সিম বন্ধ হচ্ছে বা পুনঃনিবন্ধনের সময় কতদিন জানতে চাইলে তিনি বলেন, “তিন মাস ধরে চলছে, তারা এই নিবন্ধন করে নিক। এর পর তো বন্ধ হয়ে যাবে।”
 
হাইকোর্ট গত বছর মোবাইল ফোন অপারেটরগুলোর অনিবন্ধিত সব সিম বন্ধ করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
BBS cable ad

টেলিকম এর আরও খবর: