শিরোনাম

South east bank ad

সাকিবের পর নো অবজেকশন সার্টিফিকেট দেয়া হচ্ছে মোস্তাফিজকেও

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

সাকিবের পর নো অবজেকশন সার্টিফিকেট দেয়া হচ্ছে মোস্তাফিজকেও

আইপিএলের আসন্ন আসরে খেলার জন্য এরইমধ্যে সাকিব আল হাসানকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের আকরাম খান বলেন, 'আবেদন করলে আমরা অবশ্যই মোস্তাফিজুরকে এনওসি দেবো। আমরা সাকিবকে এনওসি দিয়েছি এবং মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটবে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে কেউ এনওসি চাইলে দেওয়া হবে। কারণ যদি কেউ খেলতে না চায় তাহলে জোর করে লাভ নেই। '

এর আগে একবার মোস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি।

আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজকে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।

আইপিএলে দল নিশ্চিত হওয়ার পর জানা যায়, শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন সাকিব। পরে তাকে অনাপত্তিপত্র দেয় বিসিবি। এবার মোস্তাফিজকেও একই সুবিধা দেওয়া হবে।

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: