এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফল হস্তান্তর করাহয়েছে। এ বছর পাসের হার কিছুটা কমেছে। গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ, কারিগড়ি শিক্ষাবোর্ডের পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। বিভিন্নশিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন।
দেশের ১০টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছে আজ। দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়েসংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলের বিস্তারিত তুলে ধরা হবে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলেরএসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষাএবং ৪ থেকে ১১ মার্চ পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ বছর।
আট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসিভোকেশনালে (কারিগরি) ১ লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডেরনামের প্রথম তিন অক্ষর লিখতে হবে, এর পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educ ationboar dresults. gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোwww. educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে। বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবরাহ করাহবে না। তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ডসমন্বয় সাব-কমিটি জানিয়েছে।