করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে র্যাব-৪ এর জনসচেতনতামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন, অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত ও দুঃস্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ, মহামারীসহ যেকোন দূর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় র্যাব-৪ জনসচেতনতামূলক কাজ করে আসছে।
বর্তমান সময়ে মহামারী রূপধারণকারী চলমান সংক্রমণ ব্যাধি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার প্রতিরোধে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় নিশ্চিতকরণে করনীয় সম্পর্কে প্রচারণা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি মানবিক সহযোগীতার হাত বাড়িয়েছেন র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম সহ র্যাব-৪ এর সকল সদস্যবৃন্দ।
এরই ধারাবাহিকতায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ বিস্তার প্রতিরোধে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে ২৬ নভেম্বর, ২০২০ তারিখ ১৪.০০ ঘটিকা থেকে ১৫.৪৫ ঘটিকা পর্যন্ত মিরপুর দারুস সালাম রোডস্থ এলাকায় বৈশ্বিক করোনা মহামারীর ২য় ঢেউ এর হাত থেকে জনসাধারণকে রক্ষার জন্য মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধিকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইলকোর্টে মাস্ক পরিধান না করার জন্য ১২ জন’কে অর্থদন্ড প্রদান করা হয় এবং একইসাথে ২০০০ জন দিনমজুর ও রিক্সাচালকের মাঝে মাস্ক বিতরণ করে তাদেরকে সতর্ক করা হয়।
করোনাকালীন সময়ে এরুপ জনসচেতনতামূলক কর্মসূচী, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।


