শিরোনাম

South east bank ad

র‌্যাব-৪ এর অভিযানে “আনসার আল-ইসলাম” এর সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপােষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘােষিত জঙ্গি সংগঠন "আনসার আল ইসলাম এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গােয়েন্দা সূত্রে জানতে পেরে র্যাব তার গােয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর ২০২০ ইং তারিখে র‌্যাব-৪ কর্তৃক গ্রেফতারকৃত 'আনসার আল-ইসলাম এর ০২ সদস্য হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ নভেম্বর ২০২০ ইং তারিখ রাত ২১.৩০ ঘটিকা হতে ২৩.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার এবং রাজধানীর ধানমন্ডি এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘােষিত জঙ্গি সংগঠন "আনসার আল ইসলাম” এর নিমােক্ত ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়।

(ক) মােঃ নাহিদ মিনা () নাহিদ (২৭), জেলা-গােপালগঞ্জ।

(খ) মোঃ সালাম হাওলাদার ( সালাম (২৫), জেলা-ঝালকাঠী।

(গ) মােঃ তুষার আহমেদ ( তুহিন (১৭), জেলা-গাজীপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘােষিত সংগঠন আনসার আল-ইসলাম এর সক্রিয় সদস্য বলে স্বীকারােক্তি প্রদান করে এবং তাদের নিকট থেকে "আনসার আল-ইসলাম" এর বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেটসহ ব্যাগ ও মােবাইল ফোন জব্দ করা হয়।

১। গ্রেফতারকৃত মােঃ নাহিদ মিনা ( নাহিদ (২৭) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ড্রাইভার এবং বিগত ০৩ বছর যাবৎ "আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য হিসেবে সে ও তার সহযােগীরা গােপনে অন্যদের উদ্বুদ্ধকরণের জন্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলাে। এছাড়াও তিনি "আনসার আল ইসলাম এর উচ্চ পর্যায়ের সদস্যদের সাথে নিয়মিত যােগাযােগ করে আসছিল বলে জানা যায়।

২। মােঃ সালাম হাওলাদার ও সালাম (২৫) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পূর্বে ঢাকার আশুলিয়ায় একটি কোম্পানীতে চাকুরী করতাে। জিজ্ঞাসাবাদে আরাে জানা যায় উক্ত আসামী দীর্ঘদিন যাবত "আনসার আল ইসলাম এর সাথে জড়িত থেকে অন্যান্যদের সাথে গােপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলাে।

৩। মােঃ তুষার আহমেদ ) তুহিন (১৭) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্থানীয় একটি কলেজের একটি ছাত্র এবং সে বেশ কিছু দিন যাবৎ "আনসার আল-ইসলাম" এর সাথে জড়িত থেকে তাদের নিজস্ব ইলেকট্রনিক গ্রুপে বিভিন্ন সময়ে উগ্রবাদী পােস্ট লেখা ও ভিডিও আপলােড করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলাে। এছাড়াও সে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও এবং লিফলেট প্রচার করে আসছিলাে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহােচরদের গ্রেফতারে র্যাব এর গােয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: