শিরোনাম

South east bank ad

র‌্যাব-৪ এর অভিযানে ১ জন অনলাইন প্রতারক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিক এর নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। ডিজিটাল বাংলাদেশে অনলাইন শপিং এর জনপ্রিয়তা এবং কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দুরত্বের বিষয়টি বিবেচনায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ইলেকট্রনিকস পণ্য কেনাকাটায় নির্ভরতার সুযোগে সাম্প্রতিককালে ফেইজবুকে অনলাইনে অভিনব কৌশল ব্যবহার ও বিভিন্ন প্রতারণার মাধ্যমে সাধারন জনগণের কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর নব্য ডিজিটাল প্রতারক চক্র। অনলাইন ভিত্তিক এ সকল ডিজিটাল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২০ ইং তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১। আবুল কালাম (৪১), জেলা- পটুয়াখালী নামে এক অনলাইন প্রতারককে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী ভিন্ন নামে ফেইসবুকে একটি ফেইক আইডি চালাতো এবং জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের শিরোনামে Samsung core A-2 মডেলের ফোন বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয়ের বিজ্ঞাপন দেয়। পরবর্তীতে ভুক্তভোগী ৮০ (আশি) পিস উক্ত মডেলের মোবাইল ফোন ক্রয় করবে বলে অনলাইনে অর্ডার করেন। কিন্তু ধৃত আসামী তাকে প্রকৃত মডেলের ফোন না দিয়ে মোবাইলের বক্সের ভিতর কাঠের গুঁড়ো দিয়ে দেয়। এভাবে সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সাধারণ মানুষের সাথে অনলাইনে প্রতারণা করে আসছিল।

উক্ত ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: