আইপিএল ভিত্তিক অনলাইন জুয়ার আসর হতে ০৯ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র্যাব-৪
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাসিনো এবং আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় ০৯ নভেম্বর ২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে আশুলিয়া থানাধীন পশ্চিম বাইপাইল এলাকায় কিছু অসাধু লোকজন আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এরুপ সংবাদের ভিত্তিতে ০৯ নভেম্বর ২০২০ তারিখ রাত ২২.১৫ ঘটিকায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ০১ টি টিভি মনিটর, জুয়া খেলায় ব্যবহৃত প্লেয়িং কার্ড, টালি খাতা, ০৯ টি মোবাইল এবং জুয়ার নগদ ১৯,২২০/- টাকাসহ ০৯ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-
১। মোঃ হেলাল (৩৯) জেলাঃ- জামালপুর
২। মোঃ হাফিজুর রহমান (৩৫) জেলাঃ- জামালপুর
৩। মোঃ রুবেল মিয়া (২০) জেলাঃ- সিরাজগঞ্জ
৪। মোঃ হিরা (২৮) জেলাঃ- নেত্রকোনা
৫। আবুল কালাম @ আজাদ (৩৫) জেলাঃ- ঢাকা
৬। মোঃ পারভেজ (২৮) জেলাঃ- দিনাজপুর
৭। মোঃ বাহারুল (৩০) জেলাঃ- ঢাকা
৮। রনি মিয়া (৩২) জেলাঃ- গাইবান্ধা
৯। মোঃ আজিজ @ সবুজ (২৬) জেলাঃ- চাঁদপুর
গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তারা আইপিএল শুরু হওয়ার পর থেকেই আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া খেলে আসছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র্যাব-৪ এরুপ আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া বিরোধী বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

