শিরোনাম

South east bank ad

র‌্যাব-১ এর অভিযানে ১০০৮ ক্যান বিয়ার সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

০৭ নভেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ০৬৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর গুলশান থানাধীন গুলশান-১ রোড় নং-১২৭ সংলগ্ন বাটা শো-রুম এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাজধানীর গুলশান থানাধীন গুলশান-১ রোড় নং-১২৭ সংলগ্ন বাটা শো-রুম এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল (২৮), পিতাঃ মোঃ সিরাজ, সাং- বলিয়ারদি, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা- উত্তরা গোয়ালটেক, জনৈক মোরশেদের ৭ তলা ভবনের ভাড়াটিয়া, থানা-দক্ষিণখান, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট হতে ১০০৮ ক্যান বিয়ার, ০২ টি প্রাইভেটকার, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ৪,০০০/- টাকা উদ্ধার করা হয়।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: