র্যাব-৭ এর অভিযানে বিদেশী রিভলবার সহ ০৪ জন সন্ত্রাসী আটক
গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫ নভেম্বর ২০২০ ইং তারিখ ১৭২০ ঘটিকায় র্যাব-৭ একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে ০১ টি বিদেশী রিভলবার এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধারসহ ১। মোঃ মোহসিনুল করিম ইরফান (২০), ২। আব্দুর রহিম জিহান (২৩), ৩। মোঃ শাওন (১৮), ৪। মোঃ মঈনুল হাসান হারেছ (১৮) নামক ০৪ জন সন্ত্রাসী’কে আটক করেছে। এসময় আসামিদের ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল (চট্ট-মেট্রো-ল-১১-৬৫২০ এবং চট্ট-মেট্রো-ল-১৪-৪৯২৪) জব্দ করা হয়।
উল্লেখ্য মামলার ১নং আসামি মোঃ মোহসিনুল করিম ইরফান (২০) এর নামে ফটিকছড়ি থানায় দুইটি এবং ২নং আসামি আব্দুর রহিম জিহান (২৩) এর নামে ফটিকছড়ি থানায় দুইটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
