১৭,৮৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭
র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৭,৮৩৫ পিস ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান (৩৫), পিতাঃ মোহাম্মদ আব্দুল্লাহ, গ্রামঃ ছিটকি বাড়ি, পোষ্টঃ চৌধুরী মালঞ্চ, জেলাঃ টাংগাইল এবং মোঃ খোকন হাওলাদার (৪০), পিতা মৃত সেকান্দার মুন্সি, গ্রামঃ গুলিশাখালী, পোষ্টঃ পি,সি বারুইখালী, থানাঃ মোড়েলগঞ্জ, জেলাঃ বাগেরহাট নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

