শিরোনাম

South east bank ad

৭৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং কাভার্ড ভ্যান সহ ০১ মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। WhatsApp Image 2020-07-26 at 7.50.59 PM WhatsApp Image 2020-07-26 at 7.51.16 PM এরই ধারাবাহিকতায় ২৬/০৭/২০২০ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দারুস সালাম থানাধীন নন্দরবাগস্থ শাহজাহান ফিলিং স্টেশন এন্ড সার্ভিস এর সামনে আরিচা-ঢাকা মহাসড়কের উপর চেক পোস্ট করে কাভার্ড ভ্যানে সুকৌশলে লুকানো অবস্থায় ৭৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রিত নগদ ১১,১৯০/- টাকাসহ মাদক কারবারী মোঃ হেলাল মিয়া (৫৫), জেলা- রংপুর’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার প্রভৃতি বাহনে কৌশলে লোক চক্ষুর আড়ালে রংপুরসহ তার আশে-পাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: