শিরোনাম

South east bank ad

রাজধানীর দারুসসালাম হতে ৪৩৮ বোতল ফেন্সিডিল ও ০১টি পিকআপ সহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ৪

 প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

২২/০৭/২০২০ তারিখ ভোর ০৪.১০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী মাজার রোড নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৩৮ বোতল ফেন্সিডিল ভর্তি পিকআপ এবং মাদক বিক্রিত নগদ ৩৪৪০/- টাকাসহ মাদক কারবারি (১) মোঃ আনোয়ার হোসেন (৪৯), এবং (২) মোঃ তোফাজ্জল হোসেন (৬৩), উভয় জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করা হয়। 109566739_336188097778708_8390924578166228659_n 110099461_336188131112038_4356558763696266376_n প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা সমূহ হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে লোক চক্ষুর অন্তরালে বিশেষ কৌশলে পিকআপ এর মাধ্যমে বহন করে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে থাকে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: