শিরোনাম

South east bank ad

পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০

 প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

রাজধানীতে পৃথক অভিযানে সুত্রাপুর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২০ হাজার ৫৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটকরা হলেন- সুত্রাপুর থেকে মো. ইদ্রিস (৩০), ও যাত্রাবাড়ী থেকে জি এম বোরহান উদ্দিন (৪৮)। মঙ্গলবার (২১ জুলাই) রাতে র‍্যাব-১০'র অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর সুত্রাপুর থানার লালকুঠি এলাকায় মঙ্গলবার সকালে অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। অভিযানে ১৪ হাজার ৭৭২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়। আসামি চাঁদপুর জেলা থেকে মাদক লঞ্চেকরে ঢাকায় নিয়ে আসে। তিনি আরও জানাব, একই দিন র‌্যাব-১০ এর আরেকটি দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ট্রলিব্যাগ, দুটি মোবাইল ও নগদ তিন হাজার ২০০ টাকা জব্দ করা হয়। আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান কাইমুজ্জামান।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: