পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব-১০
রাজধানীতে পৃথক অভিযানে সুত্রাপুর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২০ হাজার ৫৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন- সুত্রাপুর থেকে মো. ইদ্রিস (৩০), ও যাত্রাবাড়ী থেকে জি এম বোরহান উদ্দিন (৪৮)। মঙ্গলবার (২১ জুলাই) রাতে র্যাব-১০'র অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর সুত্রাপুর থানার লালকুঠি এলাকায় মঙ্গলবার সকালে অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে ১৪ হাজার ৭৭২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়। আসামি চাঁদপুর জেলা থেকে মাদক লঞ্চেকরে ঢাকায় নিয়ে আসে।
তিনি আরও জানাব, একই দিন র্যাব-১০ এর আরেকটি দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ট্রলিব্যাগ, দুটি মোবাইল ও নগদ তিন হাজার ২০০ টাকা জব্দ করা হয়। আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।
আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান কাইমুজ্জামান।