শিরোনাম

South east bank ad

৮০০ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭

 প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

গতকাল র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন রাজানগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবুল মারমা (৬০) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর হেফাজতে থাকা প্লাষ্টিকের ড্রামের মধ্যে রক্ষিত অবস্থায় ৮০০ লিটার দেশীয় মদ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক সিন্ডিকেটের সাথে যোগসাজশে দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন ও মজুদ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 2
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: