শিরোনাম

South east bank ad

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর ০৬ সক্রিয় সদস্য র‌্যাব-৪ এর অভিযানে গ্রেফতার

 প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব-৪ এর অভিযানে ঢাকা জেলার সাভার থানাধীন ভাটপাড়া এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন- বাংলাদেশ (জেএমবি) এর ০৬ সক্রিয় সদস্য গ্রেফতার। এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত-উল-মুজাহিদীন-বাংলাদেশ (জেএমবি) এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র‌্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর আভিযানিক দল গতকাল রাতে অভিযান পরিচালনা করে ঢাকার সাভার থানাধীন ভাটপাড়া এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর ০৬ সক্রিয় সদস্য গ্রেফতার করেঃ গ্রফতারকৃত জেএমবি সদস্যরা হলেনঃ (১) মোঃ ওমর ফারুক @ রুবেল @ সানী (২৮), জেলা-রাজশাহী। (২) মোঃ হাবিবুর রহমান @ বাদশা (৪৮), জেলা-জামালপুর। (৩) মোঃ সাইদুর রহমান @ সাইদুর (৫৫), জেলা- জামালপুর । (৪) মোঃ মাহবুবুর রহমান @ দুদু (৫৫), জেলা- জামালপুর। (৫) মোঃ শফিকুল ইসলাম @ শফিক (৩৭), জেলা- জামালপুর । (৬) মোঃ গোলাম মোস্তফা (৫১) জেলা- জামালপুর । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত-উল-মুজাহিদীন- বাংলাদেশ (জেএমবি)এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। গ্রেফতারকৃতদের কাছ হতে জামাত-উল-মুজাহিদীন-বাংলাদেশ (জেএমবি) এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, সাময়িকী, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল, টর্চ লাইট, ট্রাভেলস ব্যাগ,নিত্য ব্যবহার্য জামা কাপড় উদ্ধার করা হয়। WhatsApp Image 2020-07-19 at 1.50.04 PM (1) WhatsApp Image 2020-07-19 at 1.50.04 PM গ্রেফতারকৃত মোঃ ওমর ফারুক @ রুবেল @ সানী(২৮) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে পেশায় মাদ্রাসা শিক্ষক হিসাবে কর্মরত আছে। এক পর্যায়ে জামালপুর জেলার ঘোড়াধাপ এলাকার জামাত-উল-মুজাহিদীন- বাংলাদেশ (জেএমবি) শীর্ষ স্থানীয় নেতা মোঃ হাবিবুর রহমান @ বাদশা(৪৮) এর সাথে পরিচয় হয় এবং সে তাকে জামাত-উল-মুজাহিদীন-বাংলাদেশ (জেএমবি) দাওয়াত দেয়। সে সংগঠনের প্রয়োজনে যোগাযোগ করার একজন শীর্ষস্থানীয় জেএমবি নেতার কাছ থেকে বিভিন্ন এনক্রিপটেড সফটওয়্যার ও মোবাইল এ্যাপস সম্পর্কে শিক্ষা গ্রহন করে। এক পর্যায়ে সে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাত-উল-মুজাহিদীন- বাংলাদেশ (জেএমবি) সাথে জড়িয়ে পড়ে। বর্তমানের উক্ত সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে অন্যতম। সে ০৫ (পাঁচ) বছর যাবৎ জেএমবির সাথে জড়িত। তার মোবাইল হতে জেএমবির বর্তমান কার্যক্রম সম্বন্ধে গুরত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরবর্তীতে সে জামাত-উল-মুজাহিদীন-বাংলাদেশ (জেএমবি) অনলাইন গোপনীয় গ্রুপের মাধ্যমে পরিচিত হয় এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল। তার ব্যবহ্নত মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদি ডিজিটাল কন্টেন্ট পাওয়া গিয়েছে। গ্রেফতারকৃত মোঃ হাবিবুর রহমান @ বাদশা(৪৮), জেলা-জামালপুর, বর্তমানে জামালপুর সদর থানার ঘোড়াধাপ এলাকার জিএমবিকে নের্তৃত্ব দিচ্ছে। সে গত ১০ বৎসর যাবৎ জেএমবির সাথে সক্রিয়ভাবে জড়িত বলে জানা যায়। সে ও তার সহযোগীরা গোপনে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা যায়। মোঃ সাইদুর রহমান(৫০), জামালপুর সদর, জামালপুর। সে জেএমবির একজন সক্রিয় সদস্য। প্রায় ১৯ বছর যাবৎ সে জেএমবি এর সাথে সংযুক্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধির কারণে গোপনে জেএমবিকে আরো শক্তিশালী করার জন্য নতুন সদস্য সংগ্রহ ও অসচ্ছল সদস্যদের মনোবল ধরে রাখতে সে বিভিন্ন সময় আর্থিক সহায়তা করে থাকে। সে জেএমবি সদস্যদের নিয়ে নিয়মিত গোপন মিটিং করত বলে জানা যায়। মোঃ মাহবুবুর রহমান @ দুদু মিয়া(৫৫), জামালপুর। সে ঘোড়াধাপ এলাকার জেএমবির শীর্ষস্থানীয় নেতৃত্বদানকারী একজন সক্রিয় সদস্য। সে জেএমবি সদস্যদের মাঝে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন বই, ম্যাগাজিন নিয়মিত গোপনে বিতরন করে থাকে। গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম @ শফিক @ (৩৭), জামালপুর। সে জেএমবির সদস্য। পরবর্তীতে মোঃ সাইদুর রহমান(৫০) ও মোঃ দুদু মিয়া(৫৫) এর প্ররোচনায় জেএমবির কার্যক্রমে সংযুক্ত হয় এবং সংগঠনের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল। বর্তমানে সে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় নিযুক্ত থেকে দীর্ঘদিন যাবৎ জেএমবির সাথে সংযুক্ত। মোঃ মোস্তফা (৪০), জামালপুর। সে জেএমবির একজন প্রশিক্ষিত ও সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ সে এ ধরনের অপতৎপরতার সাথে প্রত্যেক্ষভাবে জড়িত। ২০০৪ সালে জেএমবি কর্তৃক জামালপুরে মুসলিম হতে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত আলোচিত গনি গোমেজ হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র সে সরবরাহ করে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: