মোরেলগঞ্জে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৬
বাগেরহাটের মোরেলগঞ্জ ৯০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাব-৬। গতকাল শনিবার বারইখালী ইউনিয়নের কাছারিবাড়ি এলাকা থেকে শেখপড়া গ্রামের রশিদ আকনের ছেলে সিদ্দিকুর রহমান (৫০) ও পায়লাতলা গ্রামের নুরুজ্জামান গাজীর ছেলে ইমরান হোসেন রনিকে (২০) আটক করে।
র্যাব-৬, খুলনার মিডিয়া গ্রুপে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞিপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ ওই দু’জনকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।