শিরোনাম

South east bank ad

র‍্যাব-৭ অস্ত্র উদ্ধারে ১ম স্থান, মাদক উদ্ধারে ২য় স্থান এবং সার্বিকভাবে ২য় স্থানে

 প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব-৭ অস্ত্র, মাদক, চোরাচালানসহ সকল অপরাধের বিরুদ্ধে লড়াই করে চলেছে। ২০১৯ সালেও র‍্যাব-৭ সকল অপরাধের বিরুদ্ধে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। গত বছর র‍্যাবের ১৫টি ব্যাটালিয়নের মধ্যে র‍্যাব-৭ অস্ত্র উদ্ধারে ১ম স্থান, মাদক উদ্ধারে ২য় স্থান এবং সার্বিকভাবে ২য় স্থান অর্জন করে। তারই স্বীকৃতিস্বরূপ গত ১৬ জুলাই বৃহস্পতিবার র‍্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান জুয়েল, পিএসসি র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম এর নিকট থেকে তিনটি সম্মাননা ট্রফি গ্রহণ করেন। উল্লেখ্য যে, গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহেও ব্যাটালিয়নসমূহের মধ্যে র‍্যাব-৭ ২০১৯ সালে অস্ত্র উদ্ধারে ১ম, চোরাচালান উদ্ধারে ১ম এবং মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন করেছিল। র‍্যাব-৭ আগামীতেও সকল ধরনের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: