১৮৩৯ খ্রিস্টাব্দের প্রাচীন মুদ্রাসহ পাচারচক্রের ০৬ জন আটক করেছে র্যাব-৫
র্যাব-৫ এর আওতাধীন এলাকা প্রত্নতাত্তিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ হওয়ায় এসব প্রত্নতাত্তিক নিদর্শন সমূহের নিরাপত্তা ও অবৈধ লেনদেন বন্ধ করনার্থে র্যাব-৫ সদা তৎপর।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল, কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জয়পুরহাট এর একটি গোয়েন্দা দল এবং প্রত্নতাত্তিক অধিদপ্তর এর একজন প্রতিনিধিসহ গতকাল জয়পুরহাট জেলার সদর থানাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানে, ১৮৩৯ খ্রিস্টাব্দের ০১ (এক) টি প্রত্নতাত্তিক নিদর্শন (তাম্রমুদ্রা), যাহার আনুমানিক মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা, ১ (এক) টি নকল প্রত্নতাত্তিক নিদর্শন (দেখতে হুবহু আসল তাম্রমুদ্রার মতো), মোবাইল সেট-৬ (ছয়) টি, সীম কার্ড-১২ (বার) টি, মেমোরী কার্ড-৪ (চার) টিসহ আসামী মোঃ জাহের আলী (৪৬), মোঃ মাহমুদুল হোসেন (৫৭), মোঃ আসাদুজ্জামান (৩২), মোঃ নুরুল ইসলাম (৬০), মোঃ মোতালেব হোসেন @ বাবু (৬২), মোঃ মাসুম মিয়া (২৫), কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত পাচারচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।