২৬২০ ইয়াবা ও রিভলবারসহ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪
রাজধানীর পল্লবী বিহারী ক্যাম্পের এডিসি কলোনী হতে ২৬২০ পিস ইয়াবা ও দেশীয় তৈরি রিভলবারসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আলী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ১৫/০৭/২০২০ তারিখ সকাল ০৫.০০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল রাজধানীর পল্লবী থানাধীন বিহারী ক্যাম্পের এডিসি কলোনীতে অভিযান পরিচালনা করে ২৬২০ পিস ইয়াবা এবং ০১ টি দেশীয় তৈরি রিভলবারসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি (১) মোহাম্মদ আলী (৩৩), জেলা- ঢাকা’কে, গ্রেফতার করা হয়।
উক্ত মাদক কারবারি ও সন্ত্রাসী মোহাম্মদ আলী পল্লবী থানাধীন এডিসি কলোনিতে ০১ টি মাদক সিন্ডিকেট পরিচালনা করত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। সে বেশ কয়েকবার পুলিশ ও র্যাব সদস্যদের উপর হামলা করেছে। তার সিন্ডিকেটের অন্যান্য সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
