২৫০ বোতল ফেন্সিডিল এবং ০৩ কেজি গাঁজাসহ ০৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ১৪/০৭/২০২০ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন গাবতলী-কল্যানপুর রোডে কমফোর্ট ফিলিং এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ২৫০ বোতল ফেন্সিডিল ও ০৩ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক কারবারি (১) মোঃ শামীম (৩২), জেলা- চুয়াডাঙ্গা, (২) মোঃ সৌরভভূইয়া (২৬), জেলা-নারায়নগঞ্জ, (৩) মোঃ শাহেদ (২০), জেলা-নারায়নগঞ্জ, (৪) মোঃ জাহাঙ্গীর আলম (৩০), জেলা- নারায়নগঞ্জ, (৫) মোঃ শাকিল (২৮), জেলা-নারায়নগঞ্জ এবং (৬) মোঃ সুজন (২৬), জেলা- নারায়নগঞ্জ’দের গ্রেফতার করা হয়। আসামীগণ উক্ত ফেন্সিডিল ও গাঁজা প্রাইভেট কারের সিএনজি সিলিন্ডার এর ভিতর এবং পিছনের সীটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে বহন করছিল। আসামীরা করোনাকালীন সময়ের সুযোগ নিয়ে গাড়ীতে ফ্লাসিং ওয়ার্নিং এলইডি ও হুইটার সেট লাগিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর মিথ্যা পরিচয় প্রদান করে রাস্তায় পুলিশ ও র্যাবের চেকপোস্ট ফাঁকি দিয়ে উল্লেখিত মাদক দ্রব্য নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা সমূহ হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে লোক চক্ষুর অন্তরালে অভিনব কৌশলে প্রাইভেট কার, পিকআপ, ট্রাকে বহন করে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে আসছিল।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
