৪০৫ বোতল ফেন্সিডিল এবং ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় গতকাল গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল রাজধানীর দারুসসালাম থানাধীন ট্যাকনিক্যাল মোড়ে মেসার্স মোহনা ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ৪০৫ বোতল ফেন্সিডিল, ১৩ কেজি গাঁজা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত লোবেট ট্রাকসহ মাদক কারবারি (১) মোঃ রিয়াদ হোসেন মহিম (২৬), জেলা-কুমিল্লা এবং (২) মুজিব (৩৫), জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করা হয়
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা সমূহ হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা সংগ্রহ করে লোক চক্ষুর অন্তরালে বিশেষ কৌশলে লোবেট ট্রাকের মাধ্যমে বহন করে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে থাকে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


