শিরোনাম

South east bank ad

কুষ্টিয়ায় র‍্যাব-১২ এর অভিযানে বিদেশি পিস্তলসহ আটক এক সন্ত্রাসী

 প্রকাশ: ২৯ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

এক সময়ের ভয়ংকর জনপদ কুষ্টিয়া। চরমপন্থী অধ্যুষিত এ অঞ্চলে অনেক রক্ত ঝরেছে একটা সময়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সে দুরবস্থা আর নেই। তবে তার রেশ কিছুটা আজো বিদ্যমান। মাঝে মধ্যেই অস্ত্রসহ আটক হচ্ছেন কিছু ভয়ংকর সন্ত্রাসী। তেমনই এক সন্ত্রাসী এবার র‍্যাব-১২ এর হাতে আটক।
Image may contain: 1 person, standing
রবিবার (২৮ জুন, ২০২০) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১২ এর একটি অপারেশন টিম। অভিযানে আটক করা হয় এক উঠতি বয়সী যুবককে যে কিনা খুব অল্প সময়েই এলাকার ত্রাস হিসেবে কুখ্যাতি পেয়েছে। অভিযানে তার কাছ থেকে *০১ টি বিদেশি পিস্তল (আমেরিকার তৈরি), ০১ টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি* উদ্ধার করা হয়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: