র্যাব-১০ এর অভিযানে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গত শুক্রবার সিপিসি-৩, র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার মেজর আনিছুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারীঘাট মৎস আড়ৎ শ্রমিক ইউনিয়ন অফিস এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সুমন মিয়া(৩৪)বলে জানা যায় । এসময় তার নিকট থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার, নগদ ৪৩৫/- টাকা , ০১টি কন্টেইনার এবং ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী মাদক চোরাচালান চক্রের সক্রীয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান গাড়ীযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু বিষয়টি প্রক্রিয়াধীন।