শিরোনাম

South east bank ad

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ১৭৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 প্রকাশ: ২৭ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

তথ্য ছিলো, মাদকের একটি বড় চালান আসছে রংপুর থেকে সিরাজগঞ্জের দিকে। ফলে, র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল দ্রুত বগুড়ার সোনাতলা এলাকায় সড়কের উপর চেকপোস্ট বসায়। শুরু হয় একটার পর একটা গাড়ি তল্লাশি। এক পর্যায়ে একটি জিপ গাড়িকে থামানোর সিগন্যাল দিলে তা পাশ কাটিয়ে দ্রুত ছুটে চলে। আর বুঝতে বাকি নেই কে আসল কালপ্রিট। র‍্যাব-১২ এর টিমও গাড়ি নিয়ে ধাওয়া করতে থাকে পিছু পিছু। বৃহস্পতিবার (২৫ জুন, ২০২০) রাত প্রায় সাড়ে ১০ টা। মুষলধারে বৃষ্টি হচ্ছে। সাথে র‍্যাব-১২ এর টিম ছুটে চলেছে অপরাধীর পিছু পিছু। এ এক রোমাঞ্চকর অভিযান। বৃষ্টির কারণে রাস্তায় সুনসান নীরবতা। দ্রুত বেগে ছুটে চলছে দুটো গাড়ি- অপরাধীর জীপ আর তার পিছনে র‍্যাব-১২ এর একটি গাড়ি। অবশেষে বেকায়দায় মাদক কারবারি। বগুড়ার সোনাতলা এলাকার একটি গ্রাম্য বাজারে রিকশা ভ্যানের জটলার কারণে থামতে হয় তাকে। এরপর গাড়ি থেকে নেমে বাজারের ভিতর দিয়ে ছুটতে থাকে এক ব্যক্তি। র‍্যাব-১২ এর টিমও পিছু নেয় তার। অবশেষে ধরা পড়ে সে। তল্লাশি করা হয় তার জীপ গাড়ি। পুরো গাড়ি ভর্তি অনেকগুলো গাঁজার প্যাকেট। পরিমাপ করে পাওয়া গেল ১৭৫ কেজি গাঁজা। r2
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: