শিরোনাম

South east bank ad

র‍্যাব-১০ এর অভিযানে ৭২০০ পিস ইয়াবা উদ্ধার : ৩ মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ২৬ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

গত ২৩ জুন সিপিসি-৩, র‍্যাব-১০ এর কোম্পানী কমান্ডার মেজর আনিছুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার চকবাজার থানাধীন ইসলামবাগ মদিনা ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৭২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।আটককৃতরা হল মোঃ নাইম হোসেন(২৭), শাহীন আলম মজুমদার(২৭), মাকসুদুর রহমান মাসুদ(২৮)। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘ বদ্ধ মাদক চক্র প্রাইভেট কার যোগে ঢাকার বাইরে থেকে মাদকদ্রব্য বহন করে নিয়ে এসে বিক্রিয়ের উদ্দেশ্যে রাজধানীর চকবাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‍্যাব-১০ এর একটি দল চকবাজার এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার যোগে পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দলটি চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় বেরিকেড দিয়ে প্রাইভেট কারটি থামিয়ে ৩ জন কে আটক করে। এসময় তাদের নিকট হতে ৭,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার, নগদ ১৩,০০০/- টাক ও ০৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার চকবাজার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: