চাঞ্চল্যকর যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী অস্ত্রসহ র্যাব-১২ এর হাতে গ্রেফতার
সম্প্রতি বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যার বিষয়টি সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। করোনার রেডজোন খ্যাত বগুড়ায় করোনার চেয়েও বেশি আলোচিত হতে থাকে এ ঘটনাটি। কেননা, প্রকাশ্য দিবালোকে নিজের বাড়ির সামনেই খুন হন যুবলীগ নেতা তালেব।
হত্যার ক্লু উদঘাটনে জোর তৎপরতা শুরু করে র্যাব-১২ এর একটি চৌকস অপারেশন টিম। শুরু করে গোয়েন্দা তৎপরতা। অবশেষে দীর্ঘ সময় গোয়েন্দা নজরদারি ও অভিযানের ফলে ধরা পড়ে প্রধান অভিযুক্ত।
গতরাত (২৩ জুন, ২০২০) ০১ টার দিকে বগুড়া সদর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ১ টি ছুরি।
