গাঞ্জা প্রেমি পেইজ এর গ্রুপ এ্যাডমিনকে গ্রেফতার করেছে র্যাব-২
ফেসবুক পেইজে নেশা জাতীয় দ্রব্য (গাঁজা) এর বিভিন্ন ধরণের ছবি পোষ্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার দায়ে রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকা হতে এক অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-২।
সাম্প্রতিককালে দেখা যায় তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের এবং ভুয়া ফেসবুক একাউন্ট তৈরীর মাধ্যমে প্রতারণা, বিভিন্ন মাদকের ছবি ফেসবুকে পোস্ট এবং বিভ্রান্তিমূলক সংবাদ ছড়ানোর ঘটনাগুলো হরহামেশাই ঘটিয়ে আসছে সাইবার অপরাধীরা। র্যাব এসকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে।
আজ র্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার তেজগাঁও থানাধীন ১১৫/এ, পশ্চিম নাখাল পাড়াস্থ (লুকাস মোড়) সায়মা ফার্মেসী এর সামনে পাকা রাস্তার উপর ফারহান ইমতিয়াজ নাঈম @ নাঈম নামে এক ব্যক্তি অবস্থান করে তার ব্যক্তিগত Facebook ID থেকে PRIVATE GROUP WEED LOVERS (গাঞ্জা প্রেমি) পেইজ এর মাধ্যমে এই গ্রুপের এ্যাডমিনসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন সময়ে নেশা জাতীয় দ্রব্য গাঁজা এর বিভিন্ন ধরনের ছবি পোষ্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার নেপথ্যে অপপ্রচারের সহায়তা করছে, যাহা মানব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ ঘৃনার উদ্বেগ করে এবং বিভিন্ন অপরাধ সংঘটনে সহায়তা করে। উক্ত সংবাদ ভিত্তিতে সকাল ০৬.১৫ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে উপস্থিত হইলে র্যাব সদস্যদের দেখে কৌশলে পালানোর চেষ্টাকালে ১) ফারহান ইমতিয়াজ নাঈম @ নাঈম (১৯)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহার ব্যক্তিগত Facebook ID Farhan Imtiaz Naeem (ছবির কারিগর) এর মাধ্যমে আসামীসহ অন্যান্য সদস্যগণ বিভিন্ন সময়ে নেশা জাতীয় দ্রব্য গাঁজা এর বিভিন্ন ধরনের ছবি পোষ্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার নেপথ্যে অপপ্রচারের সহায়তা করে আসছিল, যাহা মানব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ ঘৃনার উদ্বেগ হয় এবং বিভিন্ন অপরাধ সংঘটনে সহায়ক হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
