সোনারগাঁওয়ে সোয়া কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ২৯ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি পিকআপভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। এ সময় ৫৫০০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত পিকআপভ্যান জব্দ করা হয়।
সোমবার (৪ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় থেকে তাদের আটক করা হয়। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেন।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান নিয়ে ঢাকায় আসছে। এ সংবাদের পরিপেক্ষিতে তল্লাশি অভিযান শুরু হয়। পরে সোনারগাঁয়ের মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় একটি পিকআপভ্যান তল্লাশি করে ২৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাসুদ ও কামরুল ইসলাম মোল্লাকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান তিনি।