ইউসিবির ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড’র ৭০০ কোটি টাকার কুপন বিয়ারিং নন-কনভারটিবল সাবর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি জানিয়েছে, বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, অতালিকাভুক্ত, পূর্ণ অবসায়ন এবং সাবর্ডিনেট বন্ড। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসয়ন হবে।
শুধুমাত্র ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট বডি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড এবং উচ্চ সম্পদশালীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য এক কোটি টাকা।
বন্ড ইস্যুর মাধ্যমে বিভন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ব্যাসেল-৩ এর শর্ত পূরণ করবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে আইডিএলসি ইনস্টেমেন্ট লিমিটেড।