শিরোনাম

South east bank ad

অসহায় কর্মহীন আদিবাসীদের পাশে দাড়ালেন : এসপি বিপ্লব কুমার সরকার

 প্রকাশ: ১৩ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আদিবাসীরা যখন কর্মহীন হয়ে খাদ্যের সংকটে পড়েছে ঠিক তখনই রংপুরের মিঠাপুকুর থানাধীন বলদীপুকুর গ্রামে আদিবাসী পল্লীতে দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের অভিভাবক, মানবিক পুলিশ সুপার, বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম। 103831569_303048957708479_7719630961448096990_o 103602329_303048234375218_1167804433799736163_o আজ শনিবার রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বলদিপুকুর আদিবাসী পল্লীতে ৫০ জন পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে রংপুর জেলা পুলিশের অভিভাবক, মানবিক পুলিশ সুপার, বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম এর পাঠানো উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করেন রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন ও সহকারী পুলিশ সুপার(এসএএফ) মোঃ আশরাফুল আলম এবং মিঠাপুকুর পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাকির হোসেন। 2 103716503_303047797708595_6755744536227788156_o এসময় আদিবাসী পল্লীর প্রধান গণেশ টুডু বলেন, একজন মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এই দূর্যোগ কালীন মুহূর্তে আদিবাসী পল্লীতে দাড়ানোয় আমরা রংপুর জেলা পুলিশের নিকট কৃতজ্ঞ। এমন দৃষ্টিনন্দন দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে অনেকেই দেখেন। কেউ কেউ হাত উঁচিয়ে জেলা পুলিশ কে সাহস উৎসাহ দিচ্ছেন এবং ত্রাণ সহায়তা পেয়ে তাৎক্ষণিক আবেগাপ্লুত হয়ে পড়েন আদিবাসী পল্লীর বাসিন্দারা।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: