অসহায় কর্মহীন আদিবাসীদের পাশে দাড়ালেন : এসপি বিপ্লব কুমার সরকার
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আদিবাসীরা যখন কর্মহীন হয়ে খাদ্যের সংকটে পড়েছে ঠিক তখনই রংপুরের মিঠাপুকুর থানাধীন বলদীপুকুর গ্রামে আদিবাসী পল্লীতে দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের অভিভাবক, মানবিক পুলিশ সুপার, বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম।
আজ শনিবার রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বলদিপুকুর আদিবাসী পল্লীতে ৫০ জন পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে রংপুর জেলা পুলিশের অভিভাবক, মানবিক পুলিশ সুপার, বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম এর পাঠানো উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করেন রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন ও সহকারী পুলিশ সুপার(এসএএফ) মোঃ আশরাফুল আলম এবং মিঠাপুকুর পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাকির হোসেন।
এসময় আদিবাসী পল্লীর প্রধান গণেশ টুডু বলেন, একজন মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এই দূর্যোগ কালীন মুহূর্তে আদিবাসী পল্লীতে দাড়ানোয় আমরা রংপুর জেলা পুলিশের নিকট কৃতজ্ঞ। এমন দৃষ্টিনন্দন দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে অনেকেই দেখেন। কেউ কেউ হাত উঁচিয়ে জেলা পুলিশ কে সাহস উৎসাহ দিচ্ছেন এবং ত্রাণ সহায়তা পেয়ে তাৎক্ষণিক আবেগাপ্লুত হয়ে পড়েন আদিবাসী পল্লীর বাসিন্দারা।



