ডেমরায় পুলিশের জন্য ৩৩.১১ একর জায়গায় নির্মিত হচ্ছে পুলিশ লাইন্স, আবাসিক ভবন, ব্যারাক। মাস্টারপ্ল্যান পরিদর্শন করলেন আইজিপি।
জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বৃহৎ পরিসরে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। আইজিপি আজ বুধবার দুপুরে ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের 'পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্স' এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ আহ্বান জানান।

আজ বুধবার আইজিপি সরেজমিনে কায়েতপাড়া মৌজার উপর নির্মাণাধীন ডিএমপি সহ পুলিশের পাঁচটি ইউনিটের জন্য আবাসন ও পুলিশ লাইন্স নির্মান কাজের মাস্টারপ্ল্যান পরিদর্শন করেছেন। এখানে মোট ৩৩.১১ একর জমির মধ্যে ডিএমপির জন্য বরাদ্দকৃত জমির পরিমান ৮.৯ একর। এই জমিতে ডিএমপির জন্য একটি পুলিশ লাইন্স, বহুতল আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা নির্মান করা হবে।

আইজিপি প্রকল্পের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত প্রকল্পের কাজ সমাপ্তির নির্দেশ দেন। আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) নদী তীরের সৌন্দর্য্য বর্ধনসহ ফোর্সের জন্য ডিপার্টমেন্টাল স্টোর, উন্নতমানের কেন্টিন নির্মান সহ টেকসই স্থাপনা নির্মানের ওপর গুরুত্বারোপ করেন। ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, অতিরিক্ত আইজি মোঃ শাহাব উদ্দীন কোরেশী প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। আইজিপি পুলিশ লাইন্স চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।